স্টোন ক্যান্সার কি বা স্টোন ক্যান্সার বলতে কী বোঝোয় তা বোঝার আগে জেনে নেব অ্যাসিড বৃষ্টি কী ?
কলকারখানা, মোটরগাড়ির জ্বালানি থেকে নির্গত NO₂, SO₂ গ্যাসগুলি বায়ুমন্ডলে মিশে গিয়ে জলীয়বাষ্পে দ্রবীভূত হয় এবং অবশেষে অম্লধর্মী বৃষ্টিরূপে পৃথিবীপৃষ্ঠে নেমে আসলে তাকে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বলে। আর এই অম্লবৃষ্টিতে স্টোন ক্যান্সার হয়।
অম্লবৃষ্টিতে সবচেয়ে বেশি অবদান সালফিউরিক অ্যাসিডের (৬০-৬৫%), তারপর নাইট্রিক অ্যাসিডের (৩০-৩৫%)। হাইড্রোক্লোরিক অ্যাসিডের অবদান অতি সামান্য। অ্যাসিড বৃষ্টির pH হল 5.6 থেকে 3.5।
স্টোন ক্যান্সার কি বা স্টোন ক্যান্সার বলতে কী বোঝোয় :
স্টোন ক্যান্সার কি এর উত্তর পেতে আমরা জানলাম অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টির
অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টির ফলে মারবেল পাথরনির্মিত অট্টালিকা, স্মৃতিসৌধ, স্থাপত্য বা ভাস্কর্যের গায়ে যে ক্ষতের বা দাগের সৃষ্টি হয়, তাকে পাথরে কুষ্ঠ বা স্টোন ক্যান্সার বলে।
অম্লবৃষ্টিতে উপস্থিত সালফিউরিক অ্যাসিডের (H₂SO₄) সঙ্গে মারবেল পাথর (CaCO₃) এর বিক্রিয়ায় উৎপন্ন CaSO₄-এর আস্তরণ পড়ে স্থাপত্য ও ভাস্কর্যের ঔজ্জ্বল্যও কমে যায়। এই বিষয়টিকেই স্টোন ক্যান্সার বলে।
CaCO₃ + H₂SO₄ →CaSO₄ + CO₂↑ + H₂O↑
আরও জানুনঃ : পারমাণবিক ভর কি ?