সভ্যতার উন্নতি হয়েছে বিজ্ঞানের উন্নতির মধ্য দিয়ে। বর্তমানে বিজ্ঞানের অনেক শাখা তার মধ্যে রসায়ন বিজ্ঞান অন্যতম। এই রসায়নের জনক কে ? প্রাচীন ইতিহাস ঘাটলে রসায়ন শাস্ত্রে অবদান আছে এমন অনেক বিজ্ঞানীর নাম উঠে আসে কিন্তু প্রকৃতপক্ষে রসায়নের জনক কে এবং কেন - তা নিয়ে এই আর্টিকেল..
রসায়ন কাকে বলে ?
রসায়নের শাখা :
- জৈব রসায়ন (Organic Chemistry)
- অজৈব রসায়ন (Inorganic Chemistry)
- ভৌত রসায়ন (Physical Chemistry)
- জীবন-রসায়ন (Bio Chemistry)
- ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি
রসায়নের জনক কে ?
যদিও এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা একটা নামই বলবো তিনি হলেন, জাবির ইবন হাইয়ান। পুরো নাম - আবু মুসা জাবির ইবন হাইয়ান। প্রাশ্চত্য বিশ্বে তাকে অনেকে " জেবার " নামে চেনেন।
জাবির ইবন হাইয়ানকেই প্রাচীন রসায়ন তথা রসায়নের জনক বলা হয়।উইকিপিডিয়াতে জাবির ইবন হাইয়ানকেই রসায়নের জনক বলা হয়েছে।
কেন জাবির ইবনে হাইয়ানকে রসায়ন শাস্ত্রের বলে ?
ইনি রসায়নের অসংখ্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন যার অনেকগুলো এখনও ব্যবহৃত হয়। যেমন: হাইড্রোক্লোরিক ও নাইট্রিক এসিড সংশ্লেষণ, পাতন এবং কেলাসীকরণ। তার অধিকাংশ রচনায় দুর্বোধ্য এবং বিভিন্নভাবে সংকেতায়িত।
বিশেষজ্ঞ ছাড়া তার রচনা কেউ খুব একটা বোঝেন না, বিশেষজ্ঞদের মধ্যেও কেউ জানেন না ঠিক কি সংকেতের মাধ্যমে লিখেছিলেন তিনি।
সে সময় আরবে প্রচলিত বিভিন্ন পদার্থের নামের মাধ্যমে তিনি বিস্তৃত রাসায়নিক সংখ্যায়ন পদ্ধতি তৈরি করেছিলেন। তার আলকেমি ক্যারিয়ার এই পদ্ধতিকে ঘিরেই আবর্তিত হয়েছে।
আধুনিক রসায়নের জনক কে ?
প্রাচীন রসায়নের জনকের পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠে আসে আধুনিক রসায়নের জনক কাকে বলা হয় ? এই প্রশ্নের উত্তরেও অনেক বিজ্ঞানীর নাম এসে পড়ে কিন্তু একটি নাম অন্যতম তিনি হলেন আধুনিক রসায়নের জনক অ্যান্টনি লরেন্ট ল্যাভেয়সিয়।
অনেক আর্টিকেল ও উইকিপিডিয়া অনুযায়ী ল্যাভেয়সিয়কেই আধুনিক রসায়নের জনক বলা হয়েছে।
বিজ্ঞানী ল্যাভেয়সিঁয়ের সংক্ষিপ্ত জীবনী
কেন ল্যাভেয়সিঁয় কে আধুনিক রসায়নের জনক বলে ?
অ্যান্টনি লরেন্ট ল্যাভেয়সিয় তিনি 1787 সালে “উপাদানগুলির রসায়ন” নামে একটি বই লিখেছিলেন।তিনি প্রথম এই বইয়ে রাসায়নিক উপাদানের তালিকা দিয়েছিলেন এছাড়া অক্সিজেন ও হাইড্রোজের নামকরণ করেছিলেন।
আরও অনেক বিষয় যেমন মেট্রিক সিস্টেমের বিকাশে সহায়তা, রাসায়নিক নামকরণকে সংশোধনে সহায়তা করেছেন।
তিনি প্রথম আবিষ্কার করেন যে পদার্থগুলি পরিবর্তিত হয়েও তার ভর ধরে রাখে।
জৈব রসায়নের জনক কে ?
রসায়নের জনক সম্বন্ধীয় প্রশ্ন-উত্তর
FAQ :
Q: রসায়নের জনক কে এবং কেন ?
Ans: জাবির ইবন হাইয়ান। কারন ইনি সর্বপ্রথম রসায়ন নিয়ে অনেক গবেষণা করেন, সেই কারণে রসায়নের জনক হিসেবে তার নাম ইতিহাসে লিখা রয়েছে।
আনুমানিক প্রায় ৭০০ থেকে ৮০০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে তিনি রসায়ন ওপর নানান গবেষণার কাজ করেছিলেন।বিজ্ঞানী জাবিরের রসায়ন গবেষণায় একটি বিশেষ সাংকেতিক ভাষায় লিখা পাওয়া যায় বিশেষজ্ঞদের মতে এগুলো রাসায়নিক সাংকেতিক চিহ্ন। তার রচিত বিখ্যাত আল-কেমি গ্রন্থে সেই সময়ে প্রচলিত বিভিন্ন পদার্থের নামের বিস্তৃত রাসায়নিক সংখ্যায়ন পদ্ধতি পাওয়া। তার এই আবিষ্কার পদ্ধতি বর্তমান সময়ে বহুল ব্যবহৃত একটি পদ্ধতি।
Q: প্রাচীন রসায়নের জনক কে ? Ans: জাবির ইবন হাইয়ান।
Q: আধুনিক রসায়নের জনক কে ? Ans: অ্যান্টনি লরেন্ট ল্যাভেয়সিয়।
Q: অজৈব-রসায়নের জনক কে ? Ans: ফ্রেডরিখ ভোলার।
Q: ভৌতরসায়নের জনক কে ? Ans: স্যার গ্যালিলিও গ্যালিলি।
Q: আধুনিক জৈবরসায়নের জনক কে ? Ans: ফ্রেডরিখ ভোলার।
বিজ্ঞানী জাবিরের রসায়ন গবেষণায় একটি বিশেষ সাংকেতিক ভাষায় লিখা পাওয়া যায় বিশেষজ্ঞদের মতে এগুলো রাসায়নিক সাংকেতিক চিহ্ন। তার রচিত বিখ্যাত আল-কেমি গ্রন্থে সেই সময়ে প্রচলিত বিভিন্ন পদার্থের নামের বিস্তৃত রাসায়নিক সংখ্যায়ন পদ্ধতি পাওয়া। তার এই আবিষ্কার পদ্ধতি বর্তমান সময়ে বহুল ব্যবহৃত একটি পদ্ধতি।
এই দুইজন বিজ্ঞানীর পাশাপাশি আরও অনেক বিজ্ঞানী নাম ও তাঁরা কি বিষয়ের জনক তার নাম দেওয়া হল-
📌 বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ থ্যালিস
📌 জীব বিজ্ঞানের জনক কে?অ্যান্টনি লরেন্ট ল্যাভেয়সিয়
উত্তরঃ এরিস্টটল
📌 প্রাণী বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল
📌 পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ আইজ্যাক নিউটন
📌 হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ লুকাপ্যাসিওলি
📌 চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ ইবনে সিনা
📌 অর্থনীতির জনক কে?
উত্তরঃ এডাম স্মিথ
📌 অংকের জনক কে?
উত্তরঃ আর্কিমিডিস
📌মেডিসিনের জনক কে?
উত্তরঃ হিপোক্রটিস
📌 জ্যামিতির জনক কে?
উত্তরঃ ইউক্লিড
📌 বীজ গণিতের জনক কে?
উত্তরঃ আল -খাওয়াজমী
📌 জীবাণু বিদ্যার জনক কে?
উত্তরঃ লুই পাস্তুর
📌 বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
উত্তরঃ চার্লস ডারউইন
📌 বংশগতি বিদ্যার জনক কে?
উত্তরঃ গ্রেডার জোহান মেনডেল
📌 শ্রেণীকরণ বিদ্যার জনক কে?
উত্তরঃ কারোলাস লিনিয়াস
📌 শরীর বিদ্যার জনক কে?
উত্তরঃ উইলিয়াম হার্ভে
📌 ক্যালকুলাসের জনক কে?
উত্তরঃ আইজ্যাক নিউটন
প্র: অর্থনীতির জনক কে?
উ: অ্যাডাম স্মিথ
প্র: আধুনিক কম্পিউটারের জনক কে?
উ: অ্যালান টুরিং
প্র: আপেক্ষিকতার জনক কে?
উ: আলবার্ট আইনস্টাইন
প্র: ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের জনক কে
উ: অ্যালেক জন জেফ্রিস
প্র: টেলিফোনের জনক
উ: আলেকজান্ডার গ্রাহাম বেল
প্র: কমিক বইয়ের জনক কে ?
উ: স্ট্যান লি (মার্ভেল কমিকসের জনক)
প্র: অ্যানাটমির জনক কে?
উ: আন্দ্রেয়াস ভেসালিয়াস
প্র: আধুনিক রসায়নের জনক কে?
উ: অ্যান্টোইন ল্যাভয়েসিয়ার
প্র: মাইক্রোবায়োলজি/মাইক্রোস্কোপির জনক কে?
উ: অ্যান্টনি ফিলিপস ভ্যান লিউয়েনহোক
প্র: জীববিদ্যা/প্রাণিবিদ্যা/ভ্রুণবিদ্যা/রাজনীতি বিজ্ঞানের জনক কে?
উ: এরিস্টটল
প্র: সমাজবিজ্ঞানের জনক কে?
উ: অগাস্ট কমতে
প্র: বিদ্যুতের জনক কে?
উ: বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
প্র: প্যালিওবোটানির জনক কে?
উ: অ্যাডলফ-থিওডোর ব্রংনিয়ার্ট
প্র: আধুনিক বায়োকেমিস্ট্রির জনক কে
উ: কার্ল আলেকজান্ডার নিউবার্গ
প্র: শ্রেণীবিভাগের জনক/ শ্রেণীবিভাগের জনক কে?
উ: কার্ল লিনিয়াস
প্র: গাছের প্রাণ আছে প্রথম কে বলেন?
উ: জগদীশ চন্দ্র বসু।
প্র: কম্পিউটারের জনক কে?
উ: চার্লস ব্যাজেজ
প্র: বিবর্তনের জনক কে?
উ: চার্লস ডারউইন
প্র: ফিজিওলজির জনক কে?
উ: ক্লদ বার্নার্ড
প্র: আয়ুর্বেদের জনক কে?
উ: ধন্বন্তরী
প্র: পর্যায় সারণির জনক কে?
উ: দিমিত্রি মেন্ডেলিভ
প্র: ভারতীয় সংবিধানের জনক কে?
উ: ড. বি. আর. আম্বেদকর (ভীমরাও রামজি)
প্র: টিকাদানের জনক/ ইমিউনোলজির জনক কে?
উ: এডওয়ার্ড জেনার
প্র: জীববৈচিত্র্যের জনক কে?
উ: এডওয়ার্ড ও উইলসন
প্র: হাইড্রোজেন বোমার জনক কে
উ: এডওয়ার্ড টেলার
প্র: ভূগোলের জনক কে?
উ: ইরাটোসথেনিস
প্র: নিউক্লিয়ার ফিজিক্সের জনক কে?
উ: আর্নেস্ট রাদারফোর্ড
প্র: জ্যামিতির জনক কে?
উ: ইউক্লিড
প্র: আধুনিক অর্থের জনক কে?
উ: ইউজিন এফ ফামা
প্র:আধুনিক বাস্তুশাস্ত্রের জনক
উ: ইউজিন পি ওডাম
প্র: মানবতাবাদের জনক কে?
উ: ফ্রান্সেসকো পেট্রারকা
প্র: ইউজেনিক্সের জনক কে?
উ:ফ্রান্সিস গাল্টন
প্র: বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে
উ: ফ্রেডরিক উইন্সলো টেলর
প্র জিন থেরাপির জনক কে
উ: ফরাসি অ্যান্ডারসন
প্র: আধুনিক পদার্থবিদ্যার জনক কে
উ: গ্যালিলিও গ্যালিলি
প্র: ইংরেজি কবিতার জনক কে
উ:জিওফ্রে চসার
প্র: কম্পিউটার সায়েন্সের জনক কে
উ:জর্জ বুল এবং অ্যালান টুরিং
প্র: এভিয়েশনের জনক কে
উ: জর্জ কেলি
প্র: রেলের জনক কে
উ: জর্জ স্টিফেনসন
প্র: জেনেটিক্সের জনক কে
উ:গ্রেগর মেন্ডেল
প্র: হোমিওপ্যাথির জনক কে
উ:হাইনেম্যান
প্র: ইতিহাসের জনক কে?
উ: হেরোডোটাস
প্র: ওয়েস্টার্ন মেডিসিন/মডার্ন মেডিসিনের জনক কে?
উ: হিপোক্রেটিস
প্র: মিউটেশন তত্ত্বের জনক?
উ: হুগো ডি ভ্রিস
প্র: স্থাপত্যের জনক?
উ: ইমহোটেপ
প্র: ক্লাসিক্যাল মেকানিক্সের জনক
উ: আইজাক নিউটন
প্র: ভারতে রেডিও সায়েন্সের জনক
উ: জে সি বোস
প্র: বেসামরিক বিমান চলাচলের জনক
উ: জে.আর.ডি. টাটা (জাহাঙ্গীর রতনজি)
প্র:এটম বোমার জনক
উ: জে. রবার্ট ওপেনহাইমার
প্র: আধুনিক ভূতত্ত্বের জনক
উ: জেমস হাটন
প্র: আমেরিকান সংবিধানের জনক
উ:জেমস ম্যাডিসন
প্র: ভূগোলের জনক কে
উ: জেমস রেনেল
প্র: আধুনিক শিক্ষার জনক কে
উ: জন আমোস কোমেনিয়াস
প্র: আধুনিক গণতন্ত্রের জনক কে
উ: জন লক
প্র: কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে
উ: জন ম্যাককার্থি
প্র: রোবোটিক্সের জনক কে
উ: জোসেফ এফ এঙ্গেলবার্গার
প্র: বায়োটেকনোলজির জনক কে
উ: কার্ল এরেকি
প্র: ব্লাড গ্রুপের জনক কে
উ: কার্ল ল্যান্ডস্টেইনার
প্র:ব্যাকটিরিওলজির জনক
উ:লুই পাস্তুর
প্র: সবুজ বিপ্লবের জনক
উ: এম. এস. স্বামীনাথন
প্র: আধুনিক অর্থনীতির জনক
উ: পল স্যামুয়েলসন
প্র: পরমাণু বিজ্ঞানের জনক
উ: মেরি কুরি এবং পিয়েরে কুরি
প্র:মোবাইল ফোনের জনক
উ: মার্টিন কুপার
প্র:কোয়ান্টাম মেকানিক্সের জনক কে
উ:ম্যাক্স প্লাঙ্ক
প্র:ইলেকট্রনিক্সের জনক কে
উ:মাইকেল ফ্যারাডে
প্র:কৃষক আন্দোলনের জনক কে
উ:এন. জি. রাঙ্গা (গোগিনেনি রাঙ্গা নায়ুকুল
প্র: আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে
উ:নিকোলো ম্যাকিয়াভেলি
প্র: আধুনিক জ্যোতির্বিদ্যার জনক কে
নিকোলাস কোপার্নিকাস
প্র: সবুজ বিপ্লবের জনক/কৃষির জনক কে
উ: নরম্যান আর্নেস্ট বোরলাগ