ডালটনের পরমাণুবাদ এর স্বীকার্য গুলি আলোচনা করা হল এবং ডালটনের পরমাণুবাদের ত্রুটি বা সীমাবদ্ধতা গুলিও দেওয়া হল।
ডালটনের পরমাণুবাদ এর স্বীকার্য
- পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে।
- পরমাণু অবিভাজ্য।
- একই মৌলের সব পরমাণুর ভর,আকার ও ধর্ম অভিন্ন।
- বিভিন্ন মৌলের পরমাণুগুলির ভর,আকার ও ধর্ম ভিন্ন।
- পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না।
- পরমাণুগুলি সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে।
ডালটনের পরমাণুবাদ এর ত্রুটি/সীমাবদ্ধতা
- মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয় কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা যায় না। (যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে।
- পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটিন ও নিউট্রন ইত্যাদি পাওয়া যায়।
- নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে এক মৌলের পরমাণুকে কৃত্রিম উপায়ে অনু মৌলের পরমাণুতে রূপান্তরিত করা যায়। অর্থাৎ এক অর্থে পরমাণুর সৃষ্টি ও ধ্বংস সম্ভব।
- আইসোটোপ আবিষ্কারে পর দেখা যায় একই মৌলের বিভিন্ন পরমাণুর ভর ও ভৌতধর্ম আলাদা হতে পারে।
- পরমাণুগুলি পূর্ণসংখ্যার সরল অনুপাতে যুক্ত না থেকেও যৌগ উৎপন্ন করতে পারে। এদের বার্থোলেডীয় যৌগ বলে।
- গে-লুসাকের গ্যাস-আয়তন সূত্র ব্যাখ্যা করা যায় না।
ধন্যবাদ! এই রকম আরও প্রশ্ন উত্তরের জন্য আমাদের হোম পেজটি ভিজিট করুন।