ডালটনের পরমাণুবাদ এর স্বীকার্য ও ত্রুটি

 ডালটনের পরমাণুবাদ এর স্বীকার্য গুলি আলোচনা করা হল এবং ডালটনের পরমাণুবাদের ত্রুটি বা সীমাবদ্ধতা গুলিও দেওয়া হল।

ডালটনের পরমাণুবাদ

ডালটনের পরমাণুবাদ এর স্বীকার্য

  1. পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে।
  2. পরমাণু অবিভাজ্য। 
  3. একই মৌলের সব পরমাণুর ভর,আকার ও ধর্ম অভিন্ন।
  4. বিভিন্ন মৌলের পরমাণুগুলির ভর,আকার ও ধর্ম ভিন্ন।
  5. পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না।
  6. পরমাণুগুলি সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে।


ডালটনের পরমাণুবাদ এর ত্রুটি/সীমাবদ্ধতা


  1. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয় কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা যায় না। (যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে।
  2. পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটিন ও নিউট্রন ইত্যাদি পাওয়া যায়।
  3. নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে এক মৌলের পরমাণুকে কৃত্রিম উপায়ে অনু মৌলের পরমাণুতে রূপান্তরিত করা যায়। অর্থাৎ এক অর্থে পরমাণুর সৃষ্টি ও ধ্বংস সম্ভব।
  4. আইসোটোপ আবিষ্কারে পর দেখা যায় একই মৌলের বিভিন্ন পরমাণুর ভর ও ভৌতধর্ম আলাদা হতে পারে।
  5. পরমাণুগুলি পূর্ণসংখ্যার সরল অনুপাতে যুক্ত না থেকেও যৌগ উৎপন্ন করতে পারে। এদের বার্থোলেডীয় যৌগ বলে।
  6. গে-লুসাকের গ্যাস-আয়তন সূত্র ব্যাখ্যা করা যায় না।

ধন্যবাদ! এই রকম আরও প্রশ্ন উত্তরের জন্য আমাদের হোম পেজটি ভিজিট করুন।

Post a Comment (0)
Previous Post Next Post